অপাদান কারক - বাংলা ব্যাকরণ

অপাদান কারক

অপাদান কারক কাকে বলে?

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন:

বিচ্যুত :
গাছ থেকে পাতা পড়ে।
মেঘ থেকে বৃষ্টি পড়ে।
 
গৃহীত :
সুপ্তি থেকে মুক্তো মেলে।
দুধ থেকে দই হয়।
 
জাত :
জমি থেকে ফসল পাই।
খেজুর রসে গুড় হয়।
 
বিরত :
পাপে বিরত হও।
 
দূরীভূত :
দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
 
রক্ষিত :
বিপদ থেকে বাঁচাও।
 
আরম্ভ :
সোমবার থেকে পরীক্ষা শুরু।
 
ভীত :
বাঘকে ভয় পায় না কে?
 

অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, থেকে, হতে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। 

Upgrade to Pro
Choose the Plan That's Right for You
Read More
Otvut https://otvut.com