إعلان مُمول

@jakaria
6 المنشورات
5 الصور
0 الفيديوهات
يعيش في Dhaka
من Gopalgonj
Male
07/09/1975
-
-
ট্রেনের বাংলা অর্থ কি?
উত্তর: লৌহপথগামিনী’ বা ‘লৌহশকট’
বিস্তারিত:
ট্রেনের বাংলা বলতে বললে মনে আসবে রেলগাড়ি শব্দটি। রেল শব্দটি আদি উত্পত্তি বাংলায় না হলেও বহুল প্রচলনের কারণে ট্রেনের বাংলা হিসেবে রেলগাড়িকেও ধরা হয়। তবে এর আরও একটি কঠিন বাংলা রয়েছে।
ট্রেনের কঠিন বাংলা অর্থটি হল লৌহপথগামিনী’ বা ‘লৌহশকট’। 'লোহার পথ' অর্থাৎ ট্র্যাক এবং 'গামিনী' অর্থ যে 'অনুসরণ করে' বা 'এগিয়ে চলে'।
#সাধারণজ্ঞান #রেলগাড়ি #education #train #knowledge #banglaট্রেনের বাংলা অর্থ কি? উত্তর: লৌহপথগামিনী’ বা ‘লৌহশকট’ বিস্তারিত: ট্রেনের বাংলা বলতে বললে মনে আসবে রেলগাড়ি শব্দটি। রেল শব্দটি আদি উত্পত্তি বাংলায় না হলেও বহুল প্রচলনের কারণে ট্রেনের বাংলা হিসেবে রেলগাড়িকেও ধরা হয়। তবে এর আরও একটি কঠিন বাংলা রয়েছে। ট্রেনের কঠিন বাংলা অর্থটি হল লৌহপথগামিনী’ বা ‘লৌহশকট’। 'লোহার পথ' অর্থাৎ ট্র্যাক এবং 'গামিনী' অর্থ যে 'অনুসরণ করে' বা 'এগিয়ে চলে'। #সাধারণজ্ঞান #রেলগাড়ি #education #train #knowledge #bangla -
ফিলিস্তিনের রাজধানীর নাম কি ?
উত্তর : জেরুজালেম
জেরুসালেমে প্রতিটি ধর্মের পবিত্র কিছু স্থান পাওয়া যায়। এর একটু দক্ষিণে জর্ডান নদীর পশ্চিম প্রান্তেই 'মৃত সাগর' নামক একটি লবণাক্ত হ্রদ রয়েছে। এখানে মুসলিমদের অন্যতম পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস অবস্থিত।
#জেরুজালেম #ফিলিস্তিনফিলিস্তিনের রাজধানীর নাম কি ? উত্তর : জেরুজালেম জেরুসালেমে প্রতিটি ধর্মের পবিত্র কিছু স্থান পাওয়া যায়। এর একটু দক্ষিণে জর্ডান নদীর পশ্চিম প্রান্তেই 'মৃত সাগর' নামক একটি লবণাক্ত হ্রদ রয়েছে। এখানে মুসলিমদের অন্যতম পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস অবস্থিত। #জেরুজালেম #ফিলিস্তিন -
দোআ মোনাজাত :
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
রব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াকিনা 'আযা-বান্না-র
বাংলা অর্থ:
হে আমাদের রব্ব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।
#মোনাজাত #দোআ #islamicদোআ মোনাজাত : رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ রব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াকিনা 'আযা-বান্না-র বাংলা অর্থ: হে আমাদের রব্ব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। #মোনাজাত #দোআ #islamic -
"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো এবং তোমাকে একা করে রাখব। "তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব..!!
তুমি কী দেখো না, ঋতুরাও বদলাতে থাকে...?
ছায়া দেয়া গাছের পাতাও একসময় শুকিয়ে যায়?
ধৈর্য্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন...?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। তোমার মন ভে ঙে যায়...!
এমনকি তোমার বন্ধুও শ ত্রু তে পরিণত হয়, আর শ ত্রুও খানিক সময় পরে বন্ধুতে পরিণত হয়। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টার বিমুখ হয়ে মানুষকে ভরসা করো...? অদ্ভুত এই পৃথিবী...!
যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী...? তুমি বল, 'আমি পড়বনা' অথচ তুমি পড়ো। তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা...!' অথচ তুমি রোজ বিস্মিত হও।
এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো, তুমি বেঁচে থাকো, তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে...!
-মাওলানা জালালুদ্দিন মোহাম্মদ রুমি (রহ.)
#জালালুদ্দিন #রুমি #মাওলানা"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো এবং তোমাকে একা করে রাখব। "তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব..!! তুমি কী দেখো না, ঋতুরাও বদলাতে থাকে...? ছায়া দেয়া গাছের পাতাও একসময় শুকিয়ে যায়? ধৈর্য্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন...? যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। তোমার মন ভে ঙে যায়...! এমনকি তোমার বন্ধুও শ ত্রু তে পরিণত হয়, আর শ ত্রুও খানিক সময় পরে বন্ধুতে পরিণত হয়। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টার বিমুখ হয়ে মানুষকে ভরসা করো...? অদ্ভুত এই পৃথিবী...! যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী...? তুমি বল, 'আমি পড়বনা' অথচ তুমি পড়ো। তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা...!' অথচ তুমি রোজ বিস্মিত হও। এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো, তুমি বেঁচে থাকো, তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে...! -মাওলানা জালালুদ্দিন মোহাম্মদ রুমি (রহ.) #জালালুদ্দিন #রুমি #মাওলানা -
المزيد من المنشورات